এমটি নিউজ ডেস্ক : সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি ও সংকটের বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে শুধু তেল নয়, অনেক পণ্যের দাম বেড়েছে। সারাদেশে তেল নিয়ে যে সংকট, তা বিএনপির ব্যবসায়ীরা সৃষ্টি করছে।’
সোমবার সকাল ১১টার দিকে জেলা বীজ প্রত্যায়ন অফিসের নতুন ভবনের উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
হানিফ বলেন, ‘সারাদেশে ব্যবসায়ীদের বড় অংশ বিএনপির। তারা সরকারকে বেকায়দায় ফেলতে তেল নিয়ে সংকট তৈরি করছে।’
বিএনপির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশ নিয়েছিলো। আশা করি, সামনে যে সংসদ নির্বাচন আসছে তাতেও বিএনপি অংশগ্রহণ করবে। বিএনপি মুখে নির্বাচনে যাবে না বললেও ভেতরে ভেতরে তারা অংশ নেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে।’
হানিফ এ সময় বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশ নিতে চাইলেও তাদের জোট সঙ্গী জামায়াত নির্বাচনে না আসায় তারা ওই নির্বাচনে আসেনি। জামায়াত নেতাদের দণ্ড হওয়ার কারণে বিএনপি ওই নির্বাচনে আসেনি। তবে সামনের নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে অমরা মনে করছি। আমরাও চাই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক।’