এমটিনিউজ২৪ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান ও আশার বার্তা নিয়ে একযোগে দুই গুরুত্বপূর্ণ ঘটনার জন্য দোয়ার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী বিশেষ দোয়া কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকাসহ সারা দেশের মসজিদে মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে দলটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষভাবে দোয়া করা হবে। একইসঙ্গে দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই দোয়া কর্মসূচির আয়োজন করা হয়েছে।
দলটির পক্ষ থেকে আরও জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বিএনপি নেতারা মনে করছেন, এই দোয়া কর্মসূচি শুধু রাজনৈতিক নয়, বরং দেশ ও গণতন্ত্রের ভবিষ্যৎ প্রত্যাশার প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।
বিজ্ঞপিতে আরও উল্লেখ করা হয়, ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে এই দোয়ায় অংশগ্রহণের জন্য আহ্বান জানায় দলটি।