এমটি নিউজ ডেস্ক : বিশাল মূল্য ছাড় শাওমি ফোনে! চীনা স্মার্টফোন ব্র্যান্ড শাওমি বাংলাদেশের বাজারে তাদের নির্দিষ্ট মডেলের স্মার্টফোনের দাম কমিয়েছে। মডেলভেদে সর্বনিম্ন ৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। ‘ক্যাশব্যাকের খুশিতে, ফূর্তি শাওমিতে’ স্লোগানে শুরু করা ক্যাম্পেইনের আওতায় এই ছাড় দেওয়া হয়েছে।
ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা শাওমি ১২ প্রো কেনার ক্ষেত্রে ১২ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। মডেলটির ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম ভেরিয়েন্টের দাম ১০ হাজার কমিয়ে বর্তমান মূল্য ৮৯ হাজার ৯৯৯ টাকা করা হয়েছে। এছাড়া ১২ জিবি র্যাম ও ২৬৫ জিবি রম ভেরিয়েন্টের দাম ১২ হাজার কমিয়ে ৯৭ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
ক্যাম্পেইনে শাওমি গ্রাহকরা ৫ হাজার টাকা ছাড়ে শাওমি ইলেভেন-টি ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি রমের স্মার্টফোন কিনতে পারবেন ৪৮ হাজার ৯৯৯ টাকায়। ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা ফোন রেডমি নোট ১০ প্রো কেনা যাবে ১ হাজার টাকা কমে ২৮ হাজার ৯৯৯ টাকায়।
পাশাপাশি ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রমের রেডমি নোট ১১এস ফোনটি ১ হাজার টাকা মূল্য ছাড়ে পাওয়া যাচ্ছে ২৮ হাজার ৯৯৯ টাকায় এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রমের ফোনটি কেনা যাচ্ছে ২৬ হাজার ৯৯৯ টাকায়।
এছাড়া, পোকো সি৩১ মডেলের দুটি ভ্যারিয়েন্টেই পাওয়া যাচ্ছে ৫০০ টাকা করে ছাড়। এই অফার পেতে ক্রেতাদের অবশ্যই দেশের শাওমির অথরাইজড স্টোর থেকে স্মার্টফোন কিনতে হবে।