এমটি নিউজ ডেস্ক : পোল্ট্রি ও ফিস ফিডের দাম কমার পাশাপাশি হাঁস-মুরগির খামারের যন্ত্রপাতি, কীটনাশক, কৃষিপণ্যসহ পশুখাদ্যের দাম কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এতে করে পোল্ট্রি ও মৎস্য সেক্টরের চলমান সংকট কাটিয়ে খামারিরা আবার নতুন উদ্যোমে খামারের কার্যক্রম শুরু করবেন বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
আজ ৯ জুন ২০২২, বাজেট বক্তৃতায় ২০২২-২৩ অর্থবছরে এমন প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাজেট বক্তৃতায় পোল্ট্রি ও ফিস ফিড ছাড়াও কানে শোনার যন্ত্র, হুইল চেয়ার, এলইডি টিভি, কাজুবাদাম, হ্যান্ড টাওয়েল, ক্লিনিক্যাল বেডশিট, এসি রেস্তোরাঁয় খাবারের দাম, উড়োজাহাজের আমদানি মূল্য, এলপিজি গ্যাস, মুড়ি, চিনি, পাওয়ার টিলার, স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল ব্যাটারি-চার্জার, ব্রেইল বুক, পলিথিন ব্যাগ, স্টেইনলেস স্টিল, প্লাস্টিক ব্যাগ (ওভেন প্লাস্টিক ব্যাগসহ) ও মোড়ক সামগ্রী ইত্যাদির দাম কমার প্রস্তাব করা হয়।