নিউজ ডেস্ক: ওয়াটারএইড বাংলাদেশ এনজিওতে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ডিজিটাল অ্যাডভোকেসি বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। চূড়ান্ত নিয়োগের পর দেশের বিভিন্ন জায়গায় কাজের আগ্রহ থাকতে হবে।
পদের নাম: ডিজিটাল অ্যাডভোকেসি ক্যাম্পেইনার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা: কমিউনিকেশন, ডিজিটাল মিডিয়া, পলিটিক্স, ম্যাস মিডিয়া, সোশ্যাল সায়েন্স বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
পদ সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এডিটরিয়াল স্কিল, ডিজিটাল কনটেন্ট, সাউন্ড কপি, ইমেজ তৈরি, ভিডিও তৈরিতে দক্ষ হতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে।
এছাড়া অ্যাডোবি ফটোশপ, প্রিমিয়ার, ইলাস্ট্রেটরের কাজে দক্ষ হতে হবে। বেতন ও সুযোগ সুবিধা : ৮০,০০০ টাকা। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে। আবেদনের শেষ তারিখ : ১৪ আগস্ট, ২০২২। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে [email protected] মেইল করুন।