রবিবার, ০৭ আগস্ট, ২০২২, ০৭:৫৩:২৯

যাঁরা সুভাষ স্যারের ক্লাস করেছেন নিজেদের ভাগ্যবান মনে করেন!

 যাঁরা সুভাষ স্যারের ক্লাস করেছেন নিজেদের ভাগ্যবান মনে করেন!

এমটি নিউজ২৪ ডেস্ক : ট্রেন স্টেশনে পা ঝুলিয়ে বসে আছেন এক প্রবীণ। সকল দৃষ্টি একটি বইয়ের পাতায়। পাশে সাদামাটা কালো ব্যগ। পরনে খাকি প্যান্ট আর চেক শার্ট। 

আর প্রবীণের এই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। শ্রদ্ধায় নতজানু হচ্ছেন নেট দুনিয়ার মানুষজন । এই মানুষটিই আসলে তাঁদের সবার প্রিয় সুভাষ স্যার। দেশের সোশ্যাল মিডিয়ার সুবাদে সুভাষ স্যার নামটি এখন অনেকের কাছেই চেনা।

কে এই সুভাষ স্যার? একটি ভাইরাল সোশ্যাল মিডিয়া পোস্ট অনুযায়ী, “সুভাষ স্যার আসলে সৈয়দ নজরুল কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক।” যাঁরা তাঁর ক্লাস করার সুযোগ পেয়েছে তাঁদের ভাগ্যবান বলে বর্ণনা করা হয়েছে। 

এই পোস্টে লেখা হয়েছে, “যাঁরা তাঁর ক্লাস করেছেন নিজেদের ভাগ্যবান মনে করতে পারেন। এই বয়সে তিনি গফরগাঁও থেকে ট্রেনে এসে (প্রায় ৪০কিমি) ক্লাস নিয়ে আবার ট্রেনে চলে যান। 

টিফিন বক্সে খাবার নিয়ে আসেন নাকি শুধু ভাত আর সবজি। এমন হয়েছে ক্লাসে কেউ বুঝতে পারেনি শুনলে উনি ক্লাস শেষে অফিসে নিয়ে পাশে বসিয়ে বুঝিয়েছেন। শুনেছিলাম স্টেশনে কেউ একজন তাকে কোন প্রশ্ন করায় তাকে বোঝানোর জন্য তিনি ট্রেন ছেড়ে দিয়েছিলেন। তাঁর মত মহান মানুষদের জন্যই হয়ত পৃথিবীটা আজও অনেক সুন্দর।”

সোশ্যাল মিডিয়া খুললেই এই পোস্ট ভেসে আসছে। নেটিজেনদের একাংশ ‘সুভাষ স্যার’-এক কাহিনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। এক নেটিজেন বলেন, “এই ধরনের মানুষরা রয়েছেনই বলেই পৃথিবীটা আজও বাসযোগ্য। আপনারা থেকে যান। বিলিয়ে দিন শিক্ষার আলো।”

অপর নেটিজেন লিখেছেন, “আজ যখন শিক্ষাটা ব্যবসার সমগোত্রীয় শোনাচ্ছে সেই সময় সুভাষ স্যারের মতো কয়েকজন হাতে গোনা মানুষের জন্যও মনে হয় সব ধ্বংস হয়ে যায়নি। সব ধ্বংস হতে পারে না। সুস্থ থাকুন, ভালো থাকুন। ভালো রাখুন।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে