ঢাকা : অষ্টম জাতীয় বেতন স্কেলে অধ্যাপকদের পদ ও বেতন স্কেল অবনমনের প্রতিবাদ ও নানা দাবিতে ২৫ জানুয়ারি থেকে পরীক্ষা বর্জনসহ লাগাতার কর্মবিরতির ডাক দিতে যাচ্ছেন বিসিএস শিক্ষকরা।
২২ জানুয়ারি শুক্রবার দুপুরে এ তথ্য জানান বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি প্রফেসর নাসরিন বেগম।
তিনি বলেন, অষ্টম জাতীয় বেতন স্কেলে অধ্যাপকদের পদ ও বেতন স্কেল অবনমনের প্রতিবাদ, পদ আপগ্রেড, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল ও কৃত্য পেশাভিত্তিক প্রশাসনের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।
আজ সকালে রাজধানীর নিউমার্কেটের জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি মিলনায়তনে (নায়েম) বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি প্রফেসর নাসরিন বেগম, মহাসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকারসহ সমিতির সদস্যরা।
বক্তারা বলেন, দাবি আদায় না হলে লাগাতার কর্মসূচি দেয়া হবে। তারা পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠনেরও দাবি জানান।
২২জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম