বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১০:১৭:৪২

শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতাই নন, তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আন্দোলনের নেতা: এস এম কামাল

শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতাই নন, তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আন্দোলনের নেতা: এস এম কামাল

এমটি নিউজ২৪ ডেস্ক : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতাই নন, তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আন্দোলনের নেতা। 

আজ বিকালে পাবনা জেলার বেড়া উপজেলার হাটুরিয়া- নাকালিয়া ইউনিয়নের আশ্রয়ন কেন্দ্রে খাদ্য সামগ্রী বিতরণ শেষে একথা বলেন তিনি। এস এম কামাল বলেন, শেখ হাসিনা জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে বিশ্ব নেতৃবৃন্দের সামনে দুর্যোগের সংকট পূর্ণ সময়ের সমাধানের দিকনির্দেশনা দিয়েছেন। 

তিনি (প্রধানমন্ত্রী) তুলে ধরেছেন, সংঘাত, হানাহানি, যুদ্ধ, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও মানব মুক্তির প্রধান অন্তরায়। শেখ হাসিনা শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, রোহিঙ্গা সমস্যার সমাধান, খাদ্য-স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এবার জাতিসংঘের ভাষণে। 

তিনি বলেন, শেখ হাসিনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ এবং শান্তিপূর্ণ পৃথিবীর প্রতিষ্ঠায় দিকনির্দেশনা দেন তার বক্তৃতায়। বঙ্গবন্ধু কন্যার এই সাহসী ও সময়োপযোগী বক্তব্য বিশ্বসভায় বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে। 

তাই বলতে চাই শেখ হাসিনা বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য ২১ বার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন, কারো কাছে মাথা নত করেন নাই, জনগণের অধিকারের প্রশ্নে কোনরকম আপোষ করেন নাই, জনগণের ভাত, কাপড়, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের জন্য লড়াই করে যাচ্ছেন। 

তাইতো আমরা অহংকার করে, গর্ব করে বলতে পারি বঙ্গবন্ধু যেমন বিশ্বকে জয় করেছিল, বঙ্গবন্ধু তনয়া তেমন বিশ্বকে জয় করেছেন, বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে শেখ হাসিনাই আজকে বাংলাদেশকে মর্যাদাশীল দেশ, উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছেন, সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি দেশবাসীর কাছে শেখ হাসিনার জন্য দোয়া চাই। 

এসময় রাখেন বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র অ্যাডভোকেট আসিফ শামস্ রঞ্জন, আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেড়া উপজেলার চেয়ারম্যান রেজাউল হক বাবু, বেড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদসহ অনেকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে