শনিবার, ০১ অক্টোবর, ২০২২, ১২:২৬:৩২

আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

এমটি নিউজ২৪ ডেস্ক : গ্যাস পাইপ লাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ শনিবার (০১ অক্টোবর) রাজধানীর বেশ কিছু এলাকায় ১১ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার রাতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসপাইপ লাইনের জরুরি কাজের জন্য আগামীকাল শনিবার দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা পর্যন্ত তেজগাঁও, মহাখালী, গুলশান, বনানী, নতুন বাজার ও বাড্ডা খিল বাড়িরটেক এলাকায় সকল শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে