এমটিনিউজ২৪ ডেস্ক : রমজান উপলক্ষে বিকাশ নিয়ে এসেছে দারুণ অফার! নির্দিষ্ট সুপারস্টোর থেকে ন্যূনতম ১,৫০০ টাকা বিকাশ পেমেন্টে কুপন কোড ‘R2’ ব্যবহার করলেই পাবেন ১৫০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট!
অফারের সময়সীমা
২০ ফেব্রুয়ারি – ১ এপ্রিল ২০২৫
অফারের বিস্তারিত
ন্যূনতম ১,৫০০ টাকা বিকাশ পেমেন্টে কুপন কোড ‘R2’ যোগ করলেই ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।
প্রতিদিন ৫০ টাকা এবং অফার চলাকালীন সর্বোচ্চ ৩ বার ডিসকাউন্ট পাওয়া যাবে।
বিকাশ অ্যাপের ‘পেমেন্ট’ অপশন থেকে কুপন কোড যোগ করতে হবে।
নতুন কুপন ব্যবহার করতে হলে আগেরটি ব্যবহার করতে হবে।
অংশগ্রহণকারী সুপারস্টোর
আগোরা, মীনা বাজার, ইউনিমার্ট, প্রিন্স বাজার, দ্য বাস্কেট, টাটকা অর্গানিক মার্টসহ আরও অনেক জনপ্রিয় সুপারশপে পাওয়া যাবে এই অফারটি!