ঢাকা : অবসর গ্রহণের পর বিচারকের রায় লেখা বেআইনি ও অসাংবিধানিক’ মর্মে প্রধান বিচারপতি এসকে সিনহার দেয়া বক্তব্যে সরকারে ভূমিকম্প সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘বন্দিদশা থেকে গণতন্ত্র পুনরুদ্ধার’ শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এমন মন্তব্য করেন।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী ও জিয়া নাগরিক ফোরামের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া নাগরিক ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে।
মাহবুবুর রহমান বলেন, প্রধান বিচারপতি তার ওপর অর্পিত দায়িত্ববোধ থেকে সাহস করে সত্য কথা বলেছেন। এজন্য তাকে স্বাগত জানাই। তার বক্তব্য অনুযায়ী পঞ্চদশ সংশোধনী বেআইনি ও অসাংবিধানিক হয়ে যাবে। এতে অবৈধ হয়ে যাবে দশম জাতীয় সংসদও।
তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এবার ‘অবসর গ্রহণের পর বিচারকের রায় লেখা বেআইনি ও অসাংবিধানিক’ মর্মে বক্তব্য দিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আরেকটি ভূমিকম্প সৃষ্টি করলেন। তার বক্তব্যে সরকারে ভূমিকম্প সৃষ্টি হয়েছে।
মাহবুবুর রহমান বলেন, দেশে চরম রাজনৈতিক সঙ্কট চলছে। নাজুক অবস্থায় আজ জননিরাপত্তা। দেশি-বিদেশি নাগরিক এখন আর নিরাপদবোধ করছে না। বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকরাও নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অনেক আগে থেকেই বিএনপি ভাঙার ষড়যন্ত্র চলছে। কিন্তু বিএনপি ভাঙার দল নয়, ভেসে যাওয়ারও দল নয়। বিএনপি শহীদ জিয়ার হাতে গড়া দল। উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। তাই যত চেষ্টাই করা হোক না কেন ভাঙা যাবে না।
আলোচনা সভায় সভাপতিক্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ার হোসেন।
সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক কেএ জামান।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।
আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
২২জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম