নিউজ ডেস্ক : রাজধানীতে শীতের পিঠা বিক্রির ধুম পড়েছে।নগরীর মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে এ শীতের পিঠা। বেশিরভাগ সময় লাইনে দাঁড়িয়ে পিঠা কিনতে হচ্ছে ক্রেতাদের।আর শীতের পিঠা বিক্রি করে অনেকেই জীবিকা নির্বাহ করছেন।
বিকাল থেকেই পিঠার দোকানের সামনে জটলা হয়ে দাঁড়িয়ে ক্রেতাদের গরম গরম পিঠা খাওয়ার দৃশ্য উপভোগ করছেন পথচারীরা। যেসব পিঠা বিক্রি হয় তার মধ্যে রয়েছে চিতই পিঠা, ডিম চিতই পিঠা, দুই ধরনের ভাপা পিঠা, তেলের পিঠা, কুলি পিঠা, বড়া পিঠা ইত্যাদি।
রাস্তার মোড়ে অসংখ্য পিঠার দোকান রয়েছে। পিঠার দামও খুব বেশি নয়, চিতই পিঠা, তেলের পিঠা, কুলি পিঠা, বড়া পিঠা ৫ টাকা এবং দুই ধরনের ভাপা পিঠা ১০ টাকা আর ডিম চিতই ১৫ টাকা। পিঠার সঙ্গে দেয়া হয় সরিষা ভর্তা, শুটকি ভর্তা অথবা খেজুরের পাটালি গুড়।
কাওরানবাজার কাঁচাবাজারের পিঠা বিক্রেতা সুরেজা বেগম বলেন, তারা দৈনিক ৪০০ পিঠা বিক্রি করতে পারেন। এ পিঠা বিক্রির আয় দিয়ে তাদের সংসার খুব ভালো চলছে। সংসার খরচ চালিয়ে কিছু টাকা তারা সঞ্চয়ও করতে পারছেন।
লাইনে দাঁড়িয়ে থাকা পিঠা ক্রেতা দুলন, বাবলু ও আছলাম জানান, শীতের পিঠা খেতে বেশ ভালো লাগে, তবে কষ্টের বিষয় হলো দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে পিঠা কিনতে হয়।
২২ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ