ঢাকা : দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনিুষ্ঠিত হবে।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করতে দলের চেয়ারপারসন এ বৈঠক ডেকেছেন।
নতুন বছরে স্থায়ী কমিটির সঙ্গে এটিই হবে বিএনপি চেয়ারপারসনের প্রথম বৈঠক।
২৩ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ