শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬, ১০:০১:৩১

‘খামারে ভেড়া, পকেটে টাকা’

‘খামারে ভেড়া, পকেটে টাকা’

নিউজ ডেস্ক : ভেড়ার খামার করে স্বাবলম্বী হয়েছেন পাবনার বেকার যুবক মোঃ আক্তারুজ্জামান কোয়েল বিশ্বাস। সংসারে এনেছেন সচ্ছলতা। খামারের উপার্জিত অর্থ দিয়ে সংসার খরচ চালিয়ে গরিব মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় সহযোগিতা করছেন। সহযোগিতা করছেন গরিব অসহায়দেরও। তাদেরও স্বাবলম্বী করার চেষ্টা করেছেন। সব খরচ বাদে কোয়েল প্রতি বছর তার খামার থেকে প্রায় ১ থেকে দেড় লাখ টাকা আয় করেন। একজন ভালো উদ্যোক্তা ও ভেড়া পালনের মডেল হিসেবে কোয়েলের খ্যাতি এখন পাবনাজুড়ে।

২০১০ সালে যাত্রা শুরু করে পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। কোয়েলের সফলতায় অনুপ্রাণিত হয়ে আশপাশের বেকার যুবকরা ভেড়া পালন শুরু করেছেন।

পাবনা সদরের লক্ষ্মীকুন্ড ইউনিয়নের বিলকেদার গ্রামের তোরাব আলী বিশ্বাসের ছেলে কোয়েল জানান, শখের বসে ২০১০ সালে নিজ বাড়িতে একটি ভেড়া পালন শুরু করেন। সেই ভেড়া থেকে বর্তমানে তার খামারে ছোট-বড় মিলিয়ে ১২৬টি ভেড়া রয়েছে। ভেড়ার সংখ্যা বৃদ্ধি হওয়ায় মাসিক ৮ হাজার টাকা বেতনে দুই রাখাল নিয়োগ দিয়েছেন। এই খামার থেকে তিনি ৫ বছরে প্রায় ৪ লাখ টাকার ভেড়া বিক্রি করেছেন। সরকারিভাবে দুইবার ভেড়া পালনের প্রশিক্ষণ নিয়েছেন।

তার সফলতায় অনুপ্রাণিত হয়ে আশপাশের বেকার যুবকরা ভেড়া চাষ শুরু করেছেন। ভেড়া পালনে সফলতার ব্যাপারে কোয়েল বলেন, সততার সঙ্গে শ্রম দিয়ে কোনো কাজ শুরু করলে তার সফলতা আসবেই। তিনি আরও বলেন, বেকারত্ব দূরীকরণ এবং প্রোটিনের চাহিদা কিছুটা হলেও পুরণ করার জন্য এ পেশায় এসেছি। বেকার যুবকদের ভেড়া পালনে উৎসাহিত করছি।

শিক্ষিত বেকার যুবকরা চাকরি নামের সোনার হরিণের পেছনে না ঘুরে একটু প্রশিক্ষণ নিয়ে ভেড়া পাল করলে দেশ থেকে বেকারত্ব কমবে, মাংসের চাহিদাও পূরণ হবে। কোয়েলের ভেড়া খামারের পশু চিকিৎসক মোঃ ইন্তাজ আলী জানান, একটি ভেড়া দিয়ে শুরু করা কোয়েলের খামারে বর্তমানে ১২৬টি ভেড়া রয়েছে। এ মাসেই আরও ২০টি ভেড়া বাচ্চা দেবে। ভেড়ার রোগবালাই কম হয়। খাবারের খরচও কম লাগে।

এ ব্যাপারে পাবনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক বলেন, ভেড়ার মাংসে আঁশ কম, মোলায়েম এবং স্বাদ অনেক বেশি। ভেড়া চাষে খরচ কম, লাভ বেশি। আমাদের কর্মকর্তারা কোয়েলের ভেড়ার খামার নিয়মিত পরিদর্শন করেন এবং সব ধরনের পরামর্শ দিয়ে তাকে সহযোগিতা করেন।
২২ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে