নওগাঁ : এবার নওগাঁর সাপাহার উপজেলার পাতারী ইউনিয়নের আদাতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নির্যাতনে জয়নাল (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জয়নাল উপজেলার দক্ষিণ পাতারী গ্রামের সেহরাব হোসেনের ছেলে।
এলাকাবাসী জানায়, শনিবার ভোরে জয়নালসহ কয়েকজন বাংলাদেশি রাখাল গরু আনতে সীমান্ত এলাকায় যান। এসময় বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। তখন জয়নাল গুলিবিদ্ধ হন। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও জয়নাল বিএসএফের হাতে আটক হন। তারপর বিএসএফের সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় জয়নালকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে হত্যা করে।
১৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডিং অফিসার (সিও) রফিকুল হাসান জানান, খবর পেয়ে আদাতলা সীমান্তে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।
২৩ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ