শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬, ১১:০৩:১৬

নাগরিকের ভোগান্তি আরো তিন দিন

 নাগরিকের ভোগান্তি আরো তিন দিন

ঢাকা : শীত আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত সারাদেশ। যারা ছিন্নমূল আর ফুটপাতে থাকতে বাধ্য হচ্ছে, তাদের জীবন দুর্বিসহ। ছুটির দিনে একান্ত কাজ না থাকলে ঘরের বাইরেও যেতে ভয় পাচ্ছে মানুষ।

মাঘের শীতে দুই দিনের ঝিরঝিরে বৃষ্টি বুধবার থেকে জবুথবু করে দিয়েছে দেশবাসীকে। শীত নিবারণে গায়ে উঠেছে মোটা কাপড়। যাদের তা নেই, তারা একাধিক পোশাক পড়ে চেষ্টা করছেন খানিকটা আরাম পেতে।

বৃষ্টি কেটেছে, শীতের তীব্রতা কাটবে হবে?-প্রশ্ন এখন মুখে মুখে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই পরিস্থিতি থাকবে আরো দুই থেকে তিন দিন।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুবাইয়াৎ কবির জানান, আগামী দুই এক দিনে বৃষ্টি হওয়ার আশঙ্কা নেই। তবে নতুন করে বৃষ্টি না হলেও শীতের তীব্রতা আরো বাড়তে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সিলেট, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র সামান্য বৃদ্ধি পেতে পারে।

আগামী ৭২ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, ‘এ সময় আবহাওয়ার উন্নতি হতে পারে এবং রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে’।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
২২ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে