শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬, ০২:৫৬:৫৫

‘তোমাদের হাতে দেশটাকে দিয়ে যাব’

‘তোমাদের হাতে দেশটাকে দিয়ে যাব’

জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি এখন বুড়ি দাদু। আমাদের ভবিষ্যৎ তোমরা। তোমাদের হাতে দেশটাকে দিয়ে যাবো, তোমরাই আগামী দিনে দেশকে পরিচালনা করবে।

শনিবার বেলা ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অষ্টম জাতীয় কাব স্কাউট ক্যাম্পুরির উদ্বোধনী ঘোষণাকালে তিনি এ আহ্বান জানান।

এসময় তিনি কাব স্কাউট সদস্যদের আগামী দিনে জাতির যোগ্য কর্ণধার হিসেবে হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

স্কাউট সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আমি এখন বুড়ি দাদু। আমাদের ভবিষ্যৎ তোমরা। তোমাদের হাতে দেশটাকে দিয়ে যাবো, তোমরাই আগামী দিনে দেশকে পরিচালনা করবে। তোমাদের মধ্য থেকেই আগামী দিনে প্রধানমন্ত্রী, মন্ত্রী-সচিব হবে।

সবাইকে আত্মবিশ্বাসী হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা যুদ্ধ করে বিজয় অর্জনকারী জাতি। বঙ্গবন্ধু বলেছেন, আমাদের কেউ ‘দাবায়া’ রাখতে পারবে না। আমাদের এই আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে। আত্মবিশ্বাসী হয়ে সব কিছু জয় করতে হবে।

সোনার বাংলার সোনার ছেলে হিসেবে নিজেদের কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
২৩ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে