নিজস্ব ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও নাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আমার খুব কষ্ট হয়, আমার সাংসদরা সংসদে দাঁড়িয় যখন ‘জয় বাংলা’ বলে বক্তব্য শেষ করেন। আমাদের স্লোগানতো ‘জয় বাংলা’ নয়, আমাদের স্লোগান ‘বাংলাদেশ জিন্দাবাদ।’ আর ‘জয় বাংলা’ বললেই যে সাংসদরা আকাশে উঠে যাবে তাওতো নয়।
শনিবার দুপুরে রাজধানীর বনানীস্থ জাপা কার্যালয়ে দলের উপদেষ্টা পরিষদ, প্রেসিডিয়াম মেম্বার ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, আওয়ামী লীগ তাদের নিজেদের প্রয়োজনেই জাতীয় পার্টিকে শক্তিশালী করবে। আমরা আর মধ্যবর্তী নির্বাচন দাবি করবো না। সরকারের হাতে আরো তিন বছর সময় আছে। এ সময়ের মধ্যে আমরা দলকে শক্তিশালী করবো।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, আমার বিশেষ দূত পদে এবং মন্ত্রীপরিষদে দলের প্রতিনিধিত্ব থাকা না থাকার বিষয়টি নির্ভর করছে প্রধানমন্ত্রীর উপর। তিনি আমাকে সম্মান দেখিয়ে বিশেষ দূত পদ দিয়েছেন, পতাকা দিয়েছেন, আমি উনাকে না জানিয়ে এ পদ ছাড়তে পারি না, তাহলে বিষয়টি অসম্মানজনক দেখায়।
তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে আমরা ক্ষমতায় যেতে পারি বা না পারি আমরা একটা অবস্থানে যাবো। আমরা চেষ্টা করব ক্ষমতায় যাওয়ার। এতোদিন আমাদের রাজনীতি পরিস্কার ছিল না, কুয়াশায় আচ্ছন্ন ছিল।
এরশাদ আরও বলেন, একটি সিদ্ধান্তের কারণেই আজ জাপার রাজনীতিতে জাগরণ সৃষ্টি হয়েছে। এই সিদ্ধান্তের কারণে জাপা বিভিন্ন মিডিয়ায় শিরোনাম হয়েছে। দেশবাসীর কাছে জাতীয় পার্টি একটি আলোচনার বিষয় হিসেবে চলে এসেছে।
২৩ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস