নিউজ ডেস্ক : রাজধানী ঢাকাকে যানজটমুক্ত ও ফুটপাত দখলমুক্ত করতে নানা ধরনের কর্মসূচি নেয়ার কথা তুলে ধরেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তিনি বলেছেন, আমি এ জন্য সবার সহায়তা চাই। যে এ বিষয়ে কো-অপারেট করবে না, তার খবর আছে।
শনিবার নিজের পরিকল্পনা বাস্তবায়নে মতামত নিতে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন আনিসুল হক। সোনারগাঁও হোটেলে এ মতবিনিময় সভায় সম্পাদকরা মেয়রকে শুধু স্বপ্ন না দেখিয়ে বাস্তবায়নের অনুরোধ জানান।
সভার শুরুতে মেয়র তেজগাঁও ট্রাকস্ট্যান্ড, বিলবোর্ড উচ্ছেদের বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, এপ্রিলের মধ্যে ঢাকা উত্তরের ফুটপাত দখলমুক্ত করা হবে। নিরাপত্তার জন্য জুনের মধ্যে এক হাজার সিসিটিভি ক্যামেরা বসানো হবে। দেয়াল লিখন বন্ধ করা হবে। কোনো অবৈধ বিলবোর্ড স্থাপন করতে দেয়া হবে না।
দুই মাস পর রাস্তায় কোনো আবর্জনা থাকবে না বলে ঘোষণা দেন মেয়র আনিসুল হক। পরিবহন সঙ্কট নিরসনে তিন হাজার নতুন বাস রাস্তায় নামানোর পাশাপাশি পুরনো বাস তুলে নেয়ার কথাও জানান তিনি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান।
২৩ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম