শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬, ০৭:৫১:০২

আজিজ ভাইয়ের বাসায় ভাড়া থাকতাম : সৈয়দ আশরাফ

আজিজ ভাইয়ের বাসায় ভাড়া থাকতাম : সৈয়দ আশরাফ

ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোটবেলা কেটেছে প্রয়াত ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের বাসায়।  আজিজের সামনে বেড়ে উঠেছেন সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম।  ছোটবেলা আজিজকে খুব কাছে পেয়েছেন তিনি।  

শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এম এ আজিজের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।  সেখানে সৈয়দ আশরাফ এসব কথাগুলো জানান।

জানাজার আগে সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, আজিজ ভাইয়ের মৃত্যুতে দলের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।  তিনি সত্যিই একজন ভালো মানুষ ছিলেন।  ছোটবেলায় আমরা হোসনি দালানের আজিজ ভাইয়ের বাসাটিতে ভাড়া থাকতাম।  আমি ওনার বাসায় বড় হয়েছি।  দীর্ঘদিন ওনাকে আমি সামনে থেকে দেখেছি।  

এমএ আজিজের মৃত্যুতে এক বিবৃতিতেও সৈয়দ আশরাফুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।  তিনি মরহুম এমএ আজিজের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এমএ আজিজ।  বাদ মাগরিব বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।  

দ্বিতীয় নামাজে জানাজা হবে রাত ৮টায় আলিয়া মাদরাসা প্রাঙ্গণে।  রাতেই আজিমপুর কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

মৃত্যুকালে এমএ আজিজের বয়স হয়েছিল ৬৮ বছর।  তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।  
২৩ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে