ঢাকা : প্রয়াত ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের মরদেহ দেখতে তার বাড়িতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে পুরান ঢাকার বকশীবাজারে আজিজের বাড়িতে যান প্রধানমন্ত্রী।
এসময় এম এ আজিজের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর তিনি মোনাজাতে অংশ নেন। তিনি মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান ।
এমএ আজিজের বিভিন্ন স্মৃতিচারণ করে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কয়েকজন মন্ত্রীসহ আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এমএ আজিজ। বাদ মাগরিব বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় নামাজে জানাজা আলিয়া মাদরাসা প্রাঙ্গণে। জানাজার পর রাতেই আজিমপুর কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
মৃত্যুকালে এমএ আজিজের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
২৩ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম