শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬, ১০:০৩:২৮

অবশেষে মুখ খুললেন রওশন এরশাদ

অবশেষে মুখ খুললেন রওশন এরশাদ

নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের একেক সময় একেক সিদ্ধান্তের বিষয়ে এবার মুখ খুললেন রওশন এরশাদ।  

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, জাতীয় পার্টি সুপ্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল।  দলটি সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে এবং জাতীয় সংসদে বিরোধীদল হিসেবে সোচ্চার ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে।

তিনি বলেন, এমন একটি সু-প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের চেয়ারম্যান হিসেবে হুসেইন মুহম্মদ এরশাদ পার্লামেন্টারি পার্টি এবং প্রেসিডিয়াম সদস্যসভার আলোচনা ছাড়াই কো-চেয়ারম্যান অর্থাৎ ভবিষ্যৎ পার্টির চেয়ারম্যান ও মহাসচিব পদসহ গুরুত্বপূর্ণ দুটি পদে যে পরিবর্তন এনেছেন যা রাজনৈতিক দলের নীতিসিদ্ধ নয়, অগণতান্ত্রিক।

রওশন এরশাদ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়ে পার্টিতে ও জনমনে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তাও সঠিক নয়।  কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়ে যৌথসভায় এ ধরনের কোনো আলোচনা হয়নি।

জাতীয় পার্টির রাজনীতি নিয়ে যে অপপ্রচার ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, এরই পরিপ্রেক্ষিতে আজ শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

রওশন বলেন, জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক দল হিসেবে জনগণ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।  বৃহত্তর ঐক্য বজায় রাখার লক্ষ্যে দলের ঊর্ধ্বতন পর্যায়ে নেতৃত্ব পরিবর্তন, পরিবর্ধন এবং পরিমার্জন করার ক্ষেত্রে দলের সিদ্ধান্ত গ্রহণকারী বিভিন্ন কমিটির সাথে আলোচনা করা উচিত।

তিনি আশা প্রকাশ করে বলেন, জাতীয় পার্টির বৃহত্তর ঐক্যের স্বার্থে এবং দলকে ভবিষ্যতে আরো সুসংগঠিত ও সুসংহত করার লক্ষ্যে পার্টির চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন তা পুনর্বিবেচনা করবেন।
২৩ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে