রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০৪:১৩:২২

এইচ এম এরশাদকে চ্যালেঞ্জ রওশন এরশাদের

এইচ এম এরশাদকে চ্যালেঞ্জ রওশন এরশাদের

নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন বিরোধী দলের নেতা রওশন এরশাদ। তিনি বলেছেন, দলের কো-চেয়ারম্যান করা ও মহাসচিব পদে পরিবর্তনের যে সিদ্ধান্ত এরশাদ নিয়েছেন, তা নীতিসিদ্ধ নয় ও অগণতান্ত্রিক। এরশাদ এই দুটি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন বলেও আশা প্রকাশ করেন রওশন।

গতকাল সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রওশন এ কথা বলেন। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার প্যাডে তার তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মামুন হাসান স্বাক্ষরিত বিবৃতিতে তিনি বলেন, জাতীয় পার্টি একটি সু-প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। এমন একটি দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সংসদীয় দল ও প্রেসিডিয়াম সভার আলোচনা ছাড়াই কো-চেয়ারম্যান ও মহাসচিব পদে পরিবর্তন এনেছেন। যা রাজনৈতিক দলের নীতিসিদ্ধ নয় ও অগণতান্ত্রিক। একই সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়ে পার্টিতে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, সেটি সঠিক নয় বলে দাবি করেন রওশন।

তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়ে যৌথসভায় কোন আলোচনা হয়নি। বিরোধীদলীয় নেতা বলেন, দলের ঊর্ধ্বতন পর্যায়ে নেতৃত্ব পরিবর্তন, পরিবর্ধন এবং পরিমার্জন করার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণকারী বিভিন্ন কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে করবেন। রওশন আশা প্রকাশ করে বলেন, জাতীয় পার্টির বৃহত্তর ঐক্যের স্বার্থে এবং এ দলকে ভবিষ্যতে আরও সুসংগঠিত ও সুসংহত করার লক্ষ্যে পার্টির চেয়ারম্যান এই দুটি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন।

রওশনের বিবৃতির বিষয়ে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আমার সিদ্ধান্তের কোন পরিবর্তন হবে না।

গত রোববার রংপুর সফরে থাকা অবস্থায় এরশাদ তার ছোটভাই ও প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরকে দলের কো-চেয়ারম্যান ঘোষণা করেন। একই সঙ্গে জিএম কাদেরকে দলের ভবিষ্যৎ চেয়ারম্যান বলেও ঘোষণা দেন এরশাদ। এরপরের দিনই দলীয় পরিচয়ে মন্ত্রী-এমপি হওয়া কয়েকজন নেতা এই সিদ্ধান্তের বিরোধিতা করেন।

রওশন এরশাদের সঙ্গে বৈঠক করে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার ঘোষণা দেন জিয়াউদ্দিন বাবলু। পরের দিন ঢাকায় ফিরে এরশাদ জিয়াউদ্দিন বাবলুকে সরিয়ে দলের মহাসচিব হিসেবে এবিএম রুহুল আমিন হাওলাদারকে নিয়োগ দেন।

রওশনপন্থি নেতারা শুরু থেকেই বলে আসছেন, বিরোধীদলীয় নেতা এরশাদের সিদ্ধান্তের সঙ্গে একমত নন যদিও রওশন গণমাধ্যমের সঙ্গে এ নিয়ে সরাসরি কোন কথা বলেননি। গত সোমবার পার্লামেন্টারি পার্টির বৈঠকে এরশাদের সিদ্ধান্তের বাইরে মত দেননি রওশন।

পার্লামেন্টারি পার্টির বৈঠক থেকে বেরিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, এরশাদের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন এমপিরা। এর কিছুক্ষণের মধ্যেই তাজুল তার কথা অস্বীকার করেন। এদিকে এরশাদ গত কয়েকদিন থেকে বলে আসছেন আমৃত্যু তিনি তার সিদ্ধান্তে অটল থাকবেন। -মানবজমিন
২৪ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে