নিউজ ডেস্ক: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. মোমতাজউদ্দিন আহমেদ (মেহেদী) বলেছেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ দেশ, মাটি ও মানুষের দল। আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষ থেকে জন্ম নিয়েছে।’
শনিবার রাতে সেলিম ওমরাও খানের উপস্থাপনায় বেসরকারি টেলিভিশস আরটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘আওয়ার ডেমোক্রেসি’তে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপির সহ সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন।
মোমতাজউদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু তাঁর নিরলস প্রচেষ্টা ও সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে আওয়ামী লীগ গঠন করেছিলেন বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ কর্মীদের বিপুল সমর্থনের কারণেই স্বাধীনতার পর বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্থ অর্থনীতিকে পুনর্গঠন করতে পেরেছিলেন।
অনুষ্ঠানে বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। সবসময় জনগণের মৌলিক চাহিদা পুরনে কাজ করে যাচ্ছে। স্বাধীনার যুদ্ধে বিএনপি তখন কোন রাজনৈতিক দল ছিল না কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তিনি নিজে যুদ্ধ করেছেন বলে মন্তব্য করেন বিএনপির সহ সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন।
২৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪.কম/জেএম/আরএম