রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০৮:৩৮:১৫

শ্বাসকষ্ট আতঙ্কে ফরিদপুরের ৫৭ স্কুল বন্ধ

শ্বাসকষ্ট আতঙ্কে ফরিদপুরের ৫৭ স্কুল বন্ধ

ফরিদপুর: শ্বাসকষ্ট বা গণহিস্টিরিয়া আতঙ্কে ফরিদপুর সদরের ৫৭টি স্কুল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। গত ১৯ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত গণহিস্টিরিয়া আক্রান্ত হয়ে সদরের দুটি স্কুলের শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় শনিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মনদীপ ঘরাই জানান, ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর আরডি একাডেমি ও খলিলপুর উচ্চ বিদ্যালয় চলাকালীন ১০৩ জন শিক্ষার্থী হঠাৎ শ্বাসকষ্টে (গণহিস্টিরিয়া) আক্রান্ত হওয়ার ঘটনার প্রেক্ষিতে জেলা প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ ঘটনায় অন্য কোনো বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে এ রোগে আক্রান্ত না হয় সে জন্য শনিবার (২৩ জানুয়ারি) জেলা সদরে অবস্থিত ৫৭টি স্কুলে ছুটি ঘোষণা করে জেলা প্রশাসন।
শ্বাসকষ্টে আক্রান্ত শিক্ষার্থীদের ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে মনদীপ ঘরাই জানিয়েছেন।
২৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪.কম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে