ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার একটি পারিবারিক কবরস্থান থেকে দুই মাস পর রফিক উদ্দিন নামের এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের নির্দেশে ওই ব্যক্তির লাশ উত্তোলন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নেজারত শাখার ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের উপস্থিতিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি দল লাশটি উত্তোলন করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
জানা গেছে, ২০১৫ সালের ১৬ নভেম্বর উপজেলার উমেদপুর গ্রামের রফিক মিয়ার বাড়ির উঠানে পারিবারিক কলহের জের ধরে তার ভাতিজাদের সঙ্গে মারামারির ঘটনায় হয়। রফিক মিয়া মারা যান। এ ঘটনায় তার স্ত্রী হোসনে আরা বেগম বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। এই মামলার অধিকতর তদন্তের জন্য আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করা হয়।
২৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪.কম/জেএম/আরএম