ঢাকা: পুলিশের সেবা পেতে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াসহ সকল নাগরিকদের থানায় গিয়ে নিজেদের তথ্য লিপিবদ্ধ করার অনুরোধ জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
শনিবার বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে মাদক সংক্রান্ত সচেতনামূলক এক অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণ পুলিশকে সহযোগিতা না করলে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় এককভাবে সফল হতে পারবে না। তাই সকল নাগরিককে অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার জন্য আহ্বান জানান।
খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ অধ্যাপক মিছির আলী, উপ-পুলিশ কমিশনার (মতিঝিল বিভাগ) মোহাম্মদ আনোয়ার হোসেন খান।
২৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪.কম/জেএম/আরএম