রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ১০:০০:৫২

এবার বিদ্যুতের খুঁটিতে বেঁধে শিশু পেটালেন প্রভাবশালীরা

এবার বিদ্যুতের খুঁটিতে বেঁধে শিশু পেটালেন প্রভাবশালীরা

সাভার: সাইকেল চুরির কথিত অপরাধে বাড়ি থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে শাকিল (১৪) নামের এক শিশুকে বেধড়ক পিটুনী দিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা। শিশুটি ঢাকার আশুলিয়ার মীরের চানগাঁও গ্রামের সুবল মিয়ার ছোট ছেলে।  

শনিবার কয়েক’শ মানুষের সামনে শিশুটির ওপর চালানো ওই অমানবিক নির্যাতনের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নির্যাতনের শিকার ওই শিশুটি রাজধানীর মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শাকিল মীরের বছর সাতেক আগে মা ফাহিমা বেগম মারা যাওয়ার পর তার আর স্কুলে যাওয়া হয়নি। সে বাবার সঙ্গে কৃষিকাজ করে।

আশুলিয়া থানার পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার বাড়ির পাশে একটি পরিত্যক্ত জমিতে গরু চরাতে গিয়ে শাকিল ঝোপের ভেতরে একটি বাইসাইকেল কুড়িয়ে পায়। বিষয়টি পরিবারের লোকজনকে জানালে তাঁরা স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এর আগেই খবর পেয়ে একই গ্রামের আবুল মণ্ডলের ভাতিজা কুরজত মণ্ডল, চাচাতো ভাই ভুট্টু মণ্ডল ও তাঁদের প্রতিবেশী বদির উদ্দিন সাইকেলসহ শাকিলকে বাড়ি থেকে ধরে নিয়ে যান। এরপর তাকে চানগাঁও চার রাস্তার মোড়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে হাত ও পা বেঁধে লোহার রড, লাঠি ও ইট দিয়ে বেধড়ক পেটাতে থাকেন। একপর্যায়ে সে অচেতন হয়ে পড়লে রাত সাড়ে ১০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে তাকে হাসপাতালে (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে) ভর্তি করা হয়।
শাকিলের পিঠে লাঠির গুরুতর আঘাত আছে। পায়েও আঘাত ছিল বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আমজাদুল হক।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, আবুল মণ্ডল ও তাঁর স্বজনেরা সরকারি দলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় এলাকার সাধারণ মানুষ তাঁদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না।

এদিকে শাকিলকে নির্যাতনের সঙ্গে যুক্ত সবার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির।
২৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪.কম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে