মাদারীপুর: খালেদা জিয়ার চোখে ছানি পড়েছে, তাই তিনি দেশের কোন উন্নয়নই দেখেন না। আর সেই ছানি কাটতেই তিনি লন্ডনে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহণমন্ত্রী শাজাহান খান।
শনিবার বিকালে মাদারীপুরের রাজৈরের বাজিতপুরের চৌরাশি গ্রামে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
২০১৩-১৪ সালের বিএনপি ও জামায়াতের তান্ডব নিয়ে নৌমন্ত্রী আরো বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসকে লালন করে শেখ হাসিনাকে উত্থান করতে বিএনপি ও জামায়াত এমন কোন কাজ বাকি রাখেনি। বাংলার জনগণ এক থাকলে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুৎ করতে পারবে না কেউ।’
সরকার আগামী ২০১৮ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিবে বলেও নৌ নৌ-মন্ত্রী জানান।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মিয়াজ উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে প্রমুখ।
২৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪.কম/জেএম/আরএম