নিউজ ডেস্ক: ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ও দৈনিক ডেসটিনির নির্বাহী সম্পাদক আলতাফ মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রোববার এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, “আলতাফ মাহমুদের মৃত্যুতে দেশ একজন নিষ্ঠাবান সংবাদকর্মীকে হারাল।”
তিনি প্রয়াত এই সাংবাদিক ইউনিয়ন নেতার আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আলতাফ মাহমুদ রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
সত্তর দশকে সাংবাদিকতায় আসা আলতাফ মাহমুদ দীর্ঘদিন কাজ করেছেন সাপ্তাহিক খবরের প্রধান প্রতিবেদক হিসেবে।
২৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪.কম/জেএম/আরএম