নিউজ ডেস্ক: বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে মনোনীত হয়েছেন। এর আগে তিনি সিলেট জেলার সেরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মনোনীত হন। সপ্তাহখানেক পূর্বে সিলেটের জেলা প্রশাসক আর্থ সামাজিক উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা এবং অবকাঠামো উন্নয়নে অবদান রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত করা হয়েছিলো।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক শামস উদ্দিন আহমদ স্বাক্ষরিত পত্রে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৫ এর জন্য জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় তাকে নির্বাচিত করা হয়।
এছাড়া নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ড. রহিমা খাতুনকে জাতীয় পর্যায়ে দেশের শ্রেষ্ঠ ইউএনও ও জেলা প্রশাসক হিসেবে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনকে নির্বাচিত করা হয়েছে।
আগামী ৩ ফেব্রুয়ারি বেলা ১১টার সময় ওসমানি স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিতদের হাতে পদক বিতরণ করবেন।
২৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪.কম/জেএম/আরএম