রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ১২:৫১:৪৮

প্রতিকূলতা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রতিকূলতা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত ৭ বছর ধরে রেখে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্রমাগত এগিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী অনেক অনিশ্চয়তা ও উন্নত দেশগুলোতে মন্দাসহ সব প্রতিকূলতা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

রোববার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড পলিসি সামিট-২০১৬’তে প্রধানমন্ত্রী একথা বলেন। এসময় বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত করতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের প্রতি সহযোগিতারও আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পারস্পারিক সহযোগিতায় এ বিশ্ব একদিন ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত হবে। আমরা গোটা বিশ্বকে না পারলেও দক্ষিণ এশিয়াকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করবো, এ বিশ্বাস আমরা রাখি।

তিনি আরও বলেন, ‘বিনিয়োগ বোর্ডের চেয়ারপারসন হিসেবে আমি বলতে চাই, বিনিয়োগের জন্য আপনাদের সব ধরনের সহযোগিতা দিতে আমরা প্রস্তুত।’ এসময় তিনি ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি...’ কবিতার চরণ উদ্ধৃতি করে এ দেশে বিনিয়োগ করার আহ্বান জানান।  

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ব্যবসায়ী নেতা, বিভিন্ন দেশের কূটনীতিকসহ দেশি-বিদেশি বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
২৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪.কম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে