রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০৩:০৯:২২

‘খালেদা-তারেককে বাদ দিয়ে দল পুনর্গঠন করুন’

‘খালেদা-তারেককে বাদ দিয়ে দল পুনর্গঠন করুন’

ঢাকা: বিএনপির আগামী কাউন্সিলে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বাদ দিয়ে দল পুনর্গঠনের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ।

রোববার দুপুরে ঊনসত্তরের গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন।

হাছান মাহমুদ বলেন, ‘খালেদার অপরাজনীতির জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। তা না হলে খালেদা জিয়া দিনে দিনে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।’

‘কাউন্সিলকে সামনে রেখে যাদের হাতে মানুষের রক্ত লেগে আছে, পোড়া মানুষের গন্ধ, তাদের দল থেকে বাদ দিয়ে দেয়ারও পরামর্শ দিয়েছেন হাসান মাহমুদ।

বেগম খালেদা জিয়ার শাসনামলেও গণঅভ্যুত্থান হয়েছিল দাবি করে হাছান বলেন, ‘আইয়ূব খানের মতো বেগম খালেদা জিয়া জনরোষের কারণে ১৯৯৬ সালে বিতর্কিত নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন।’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সদস্য সংসদ ডালিয়া আক্তারসহ অনেকে।
২৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪.কম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে