রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০৬:১৪:৪৪

আবার রাজনীতিতে আসছেন সোহেল তাজ!

আবার রাজনীতিতে আসছেন সোহেল তাজ!

পাভেল হায়দার চৌধুরী : সরকারে নয়, দলে সক্রিয় হতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে সোহেল তাজকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরই অংশ হিসেবে সোহেল তাজের কাছ থেকে ইতিবাচক জবাবও পাওয়া গেছে।

তিনি জানিয়েছেন, জনগণের সেবক হিসেবে তিনি কাজ করে যাবেন। প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ দুজন ব্যক্তি এসব তথ্য নিশ্চিত করে বলেছেন, গত শনিবার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সোহেল তাজ তার সরকারি বাসভবন গণভবনে আসেন।  সেখানে সোহেল তাজকে রাজনীতিতে সক্রিয় হতে বলেছেন শেখ হাসিনা।  চাইলে সরকারেও আসার সুযোগ রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।  

শেখ হাসিনার একাধিক ঘনিষ্ঠ সূত্রও এসব তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সঙ্গে সোহেল তাজের এ বৈঠকটি তার এক বোন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশ করায় নানা গুঞ্জন শুরু হয় চারদিকে।

এ বৈঠকে সোহেল তাজ ছাড়াও তার দুই বোন উপস্থিত ছিলেন।  বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে তাজউদ্দিন কন্যা ও সোহেল তাজের বোন সিমিম হোসেন রিমি বলেন, বৈঠকটি একেবারেই ঘরোয়া।  সোহেল দীর্ঘদিন পরে দেশে ফিরেছে তাই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন।  এর বাইরে আর কিছুই নয়।

এদিকে সম্মেলনের আগে সোহেল তাজের দেশে ফেরা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ বৈঠককে সরলভাবে দেখছেন না আওয়ামী লীগ নীতি-নির্ধারণী মহল।  

এখানে ‘কিন্তু’ রয়েছে বলে মনে করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।  এ প্রসঙ্গে সম্পাদকমণ্ডলীর এক নেতা বলেন, সোহেল তাজ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হবেন এটা নিশ্চিত।  সোহেল তাজ এই মুহূর্তে নিজের ইচ্ছায় দেশে আসেননি, তাকে আসতে বলা হয়েছে বলেও মন্তব্য করেন এই নেতা।

সভাপতিমণ্ডলীর এক সদস্য বলেন, সোহেল তাজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম খুব পছন্দ করেন।  তাছাড়া জাতীয় চার নেতার ছেলেদের একজন সোহেল তাজ রাজনীতির বাইরে থাকুক এটা চান না।  প্রধানমন্ত্রী ও জনপ্রশাসনমন্ত্রী দুজনই।

আমার জানা মতে, শীর্ষ পর্যায়ের দুই নেতাই চান সোহেল তাজ দলীয় রাজনীতিতে সক্রিয় হয়ে উঠুক।  আগামী সম্মেলনের ভেতর দিয়ে সোহেল তাজের দলের ফেরার ব্যাপারটি অনেকটা নিশ্চিত।  

শনিবারের এ বৈঠক প্রসঙ্গে সম্পাদকমণ্ডলীর অপর এক নেতা বলেন, এগুলো খুব জটিল হিসেবে-নিকেশ।  তবে সম্মেলন আসন্ন, এখন সোহেল তাজের দেশে ফেরা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক এগুলো নিশ্চয়ই ইঙ্গিতবহ।

আগামী সম্মেলনে সোহেল তাজকে দলীয় পদে দেখা যেতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল নেতা।  তারা বলেন, রাজনৈতিক পরিবারের সন্তান সোহেল তাজ।  তাই রাজনীতির বাইরে থাকার কোনও সুযোগ নাই তার।

সূত্রগুলো জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী তাকে বলেন, সরকারের কোনো একটি দায়িত্ব পালন করার কথা।  এখনো সেই সুযোগ রয়েছে বলে প্রধানমন্ত্রী তাকে অবহিত করেন।

জবাবে তাজ বলেন, আমি জনগণের সেবা করতে চাই।  পরে প্রধানমন্ত্রী সোহেল তাজকে রাজনৈতিক কাজে সক্রিয় হতে বলেন।  বিশ্বস্ত একটি সূত্র জানায়, আওয়ামী লীগের আগামী সম্মেলনে দলের গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন সোহেল তাজ।

শনিবারের এ বৈঠকে প্রধানমন্ত্রী সোহেল তাজকে বলেন, তাজউদ্দিন চাচা, জোহরা চাচী এ দলের জন্য নিবেদিত ছিলেন।  এসময় সোহেল তাজের বাবা তাজউদ্দিন আহমদ ও জোহরা তাজউদ্দিন সম্পর্কে কিছুক্ষণ স্মৃতিচারণা করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্র জানায়, সোহেল তাজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো খুব পছন্দ করেন।  শেখ হাসিনা বিশেষ কিছু দিক-নির্দেশনাও সোহেল তাজকে দিয়েছেন।  সোহেল তাজের এবার বেশ কিছুদিন দেশে থাকার কথা রয়েছে বলেও জানান সূত্রটি।

প্রধানমন্ত্রী দফতরের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, আগামী সম্মেলনে আওয়ামী লীগের পদধারী নেতা হবেন সোহেল তাজ।

এ ব্যাপারে সোহেল তাজ বলেন, রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হচ্ছি কথাটা সত্য নয়। তবে বিভিন্ন সামাজিক কাজে সম্পৃক্ত থাকবো। তাই কিছু দিক নির্দেশনা নিতে শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি।

উল্লেখ্য, ২০০৮ সালে নির্বাচনে গাজীপুরের কাপাসিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ।  তারপর ওই সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন তিনি।  

এর কিছুদিন পর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি।  তারপর সংসদ সদস্য পদ থেকেও সরে দাঁড়ান তাজউদ্দিন পুত্র।  এরপর ওই আসনে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তার বোন সিমিম হোসেন রিমি।

এরপর প্রবাসে কাটান সোহেল তাজ।  কিছুদিন পর পর দেশে ঘুরে গেলেও রাজনীতি থেকে একেবারেই সরে দাঁড়ান তিনি। -ট্রিবিউন
২৪ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে