রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০৬:৪৯:৩০

বাদশার ডাকে হাজার হাজার মানুষ রাস্তায়

বাদশার ডাকে হাজার হাজার মানুষ রাস্তায়

রাজশাহী : রাজশাহীতে আনন্দ মেলার নামে অশ্লীলতা ও প্রকাশ্যে জুয়ার আসর বন্ধের দাবিতে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার ডাকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে।  তারা এসব বন্ধের দাবিতে তীব্র প্রতিবাদ করেছে।

রোববার দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বাদশার ডাকে জড়ো হন রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায়।  

ব্যানার ফেস্টুন নিয়ে তারা বিক্ষোভ সমাবশে ও বিশাল মানববন্ধনে অংশ নেন। মেলার নামে অশ্লীলতা ও লটারির নামে প্রকাশ্যে জুয়ার আসর বন্ধের জোর দাবি জানান তারা। গণমানববন্ধন একপর্যায়ে গণসমাবেশে রূপ নেয়।

গণসমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী সদর আসনের এমপি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।  

তিনি বলেন, একটি দুষ্টচক্র রাজশাহীর পরিবেশ দিনে দিনে ম্লান করছে। পুলিশের সহায়তায় বিভিন্ন স্থানে দফায় দফায় বসানো হচ্ছে মেলার নামে অশ্লীলতা ও প্রকাশ্যে জুয়ার আসর।  

ফজলে হোসেন বাদশা বলেন, এসব মেলায় বাংলার কোনো ঐতিহ্য নেই। অশ্লীলতার দৃশ্য স্থানীয় ক্যাবল অপারেটরদের ম্যানেজ করে টেলিভিশনে দেখানো হচ্ছে।  এতে রাজশাহীর পরিবেশ বিনষ্ট হচ্ছে।  তরুণ সমাজ হচ্ছে বিপথগামী।  জুয়ার টাকা যোগাড়ে চুরি-ছিনতাই বেড়ে গেছে।

তিনি বলেন, রাজশাহীতে মেলা বসবে নিয়মতান্ত্রিকভাবে।  তবে মেলার নামে কোনো অশ্লীলতা, জুয়ার আসর বসবে না।  এসময় তিনি প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।  অবিলম্বে নগরের সব মেলার নামে জুয়ার আসর বন্ধের দাবি জানান তিনি।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, রাসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র সরিফুল ইসলাম বাবু, ওয়ার্কার্স পার্টির রাজশাহী নগর সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, জাসদ নগর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ বাবলু, লিয়াকত আলী লিকু, প্রমুখ।

মানববন্ধন ও সমাবেশে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, ছাত্র, পেশাজীবী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

প্রসঙ্গত, কথিত হাসপাতাল নির্মাণের নামে গত তিন বছর ধরে মোটরশ্রমিক ইউনিয়নের ব্যানারে নগরীর নওদাপাড়া বাসস্ট্যান্ড দখল করে দফায় দফায় মেলার নামে চরম অশ্লীলতা ও অনৈতিক কাজ চালানো হচ্ছে।
২৪ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে