ঢাকা : ‘কেউ আইন ভঙ্গ করলে তাকে আটক করে থানায় নিয়ে আসতে হবে। এরপর যদি তার অপরাধ গুরুতর না হয়, তাহলে আত্মীয়-স্বজন ডেকে তাকে ছেড়ে দিতে হবে। অপরাধ গুরুতর হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন। তবে কোনোভাবেই আইন অমান্যকারীকে আটক করে মারধর করবেন না।’
পুলিশের বিরুদ্ধে নাগরিকদের মারধের একাধিক অভিযোগের মধ্যে বাহিনী প্রধান আইজিপি এ কে এম শহীদুল হক বললেন এ কথা।
রোববার দুপুরে পুলিশ হেড কোয়ার্টার্সে পুলিশ সপ্তাহ-২০১৬ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজিপি এ কথা বলেন।
শহীদুল হক বলেন, ‘কেউ আইন ভঙ্গ করলে তাকে আটক করে থানায় নিয়ে আসতে হবে। এরপর যদি তার অপরাধ গুরুতর না হয়, তাহলে আত্মীয়-স্বজন ডেকে তাকে ছেড়ে দিতে হবে। অপরাধ গুরুতর হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন। তবে কোনোভাবেই আইন অমান্যকারীকে আটক করে মারধর করবেন না।’
তিনি আরো বলেন, ‘কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে সাজাপ্রাপ্ত পুলিশ সদস্য প্রশাসনিক ট্রাইব্যুনালসহ আদালতে আপিল করতে পারেন। বিগত ৫ বছরে মোট ৭০৯ পুলিশ সদস্য বিভাগীয় শাস্তির আদেশের বিরুদ্ধে আদালতে আপিল করেছেন। এদের মধ্যে ২৯৩ জন আপিল করে দণ্ড থেকে অব্যাহতি পেয়েছেন। যা ৪০ শতাংশের অধিক।’
তিনি বলেন, ‘এ থেকে বোঝা যায় আইনশৃঙ্খলার বিষয়ে আমরা কত কঠিন। আমরা সহজে ছাড় দেই না।’
২৩ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ