রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ১০:১৮:৫৯

কারো সহযোগিতা পেলে বাঁচতে পারে মেয়েটি

কারো সহযোগিতা পেলে বাঁচতে পারে মেয়েটি

নিউজ ডেস্ক : প্রস্ফুটিত ফুলটি অকালেই ঝরে যাচ্ছে।  একসময় তার পদচারণায় মুখরিত থাকতো কলেজ ক্যাম্পাস।  আজ কি না তার নিথর দেহ হাসপাতালের বেডে।  কারো সহযোগিতা পেলে বাঁচতে পারে মেয়েটি।

হাস্যোজ্জ্বল মেয়েটি রংপুর নার্সিং কলেজের চতুর্থ বর্ষের মেধাবী ছাত্রী।  সেই মুক্তা রায় বন্ধুমহলে একজন পরিচিত মুখ।  অদম্য মেধাবী মেয়েটি চতুর্থ বর্ষের পরীক্ষার্থী।  কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আর পরীক্ষা দেয়া হচ্ছে না তার।

তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।  তার চোখে মুখে এখন মলিনতার ছাপ।  না জানা রোগে আক্রান্ত তিনি।  

তাকে বাঁচাতে ইমিডিয়েটলি তার Bone marrow ট্রান্সপ্লান্ট করা জরুরি, যা আমাদের দেশে সম্ভব নয়।  তার দ্রুত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৫০ লাখ টাকা।  এত টাকা তার পরিবারের পক্ষে নির্বাহ করা সম্ভব নয়।  মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেয়েটি আপনার সহযোগিতার অপেক্ষায় প্রহর গুনছেন।
 
সাহায্য পাঠাতে পারেন-
বিকাশ নং-01848094609
মোবাইল ব্যাংকিং-018480946090
ডাচ্ বাংলা একাউন্ট- PARTHA SHAROTHI DEV / 107.105.54552
২৪ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে