বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ১১:৩৫:৪২

মেট্রো রেলে যেসকল উন্নত প্রযুক্তি যুক্ত করা হয়েছে

মেট্রো রেলে যেসকল উন্নত প্রযুক্তি যুক্ত করা হয়েছে

এমটিনিউজ২৪ ডেস্ক : আগামী ২৮ ডিসেম্বর মেট্রো রেলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত থেকে মেট্রো রেল উদ্বোধন করবেন তিনি। নিজে টিকিট কেটে প্রথম যাত্রী হিসেবে মেট্রো রেলে চড়বেন বঙ্গবন্ধুকন্যা। এখন পর্যন্ত এমন সিদ্ধান্তই রয়েছে।

মেট্রো রেলের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু উন্নত প্রযুক্তি এতে যুক্ত করা হয়েছে। বিশেষ প্রয়োজনে ট্রেনের ভেতর থেকে যাত্রীরা নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে পারবেন। ট্রেনের ভেতরে সিসি ক্যামেরা থাকবে। কন্ট্রোলরুম থেকে সব সময় ট্রেনের ভেতরের পরিস্থিতি দেখা যাবে।

আপৎকালে মেট্রো রেলের ভেতর থেকে বাইরে যাওয়ার জন্য জরুরি বহির্গমন দরজা রাখা হয়েছে। মেট্রো স্টেশন, রুট অ্যালাইমেন্ট ও মেট্রো ট্রেনে অনাকাঙ্ক্ষিত আগুন লাগলে সেটাও স্বয়ংক্রিয়ভাবে নেভানোর জন্য অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। মেট্রো রেলে যাতায়াতকারী যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে স্বতন্ত্র বিশেষায়িত এমআরটি পুলিশের কার্যক্রম থাকবে।

প্রতিদিন সকালে চার ঘণ্টা চলবে মেট্রো রেল। উত্তরা উত্তর থেকে আগারগাঁও স্টেশনে আসতে মাঝে শুধু পল্লবী স্টেশনে থামবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দীর্ঘ ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রো রেল নির্মাণের কাজ চলমান। এর মধ্যে উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করা হবে ২৮ ডিসেম্বর। এই রুট চালু হওয়ার পর আগারগাঁও থেকে যাত্রী পরিবহনে মেট্রো স্টেশন এলাকায় বিআরটিসির ডিপো থাকবে। ট্রেন থেকে নামা যাত্রীদের পরিবহনে কাজ করবে বিআরটিসির বাস সার্ভিস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে