সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬, ০৫:৫১:২৬

প্রতিবন্ধী জুলেখা এখন অন্যদের অনুপ্রেরণার দৃষ্টান্ত

প্রতিবন্ধী জুলেখা এখন অন্যদের অনুপ্রেরণার দৃষ্টান্ত

নিউজ ডেস্ক : কক্সবাজারের চকরিয়ার জালিয়াপাড়া গ্রামের জুলেখা বেগম একজন প্রতিবন্ধী মহিলা। কারও করুণা নয় নিজ বুদ্ধিমত্তায় সম্পূর্ণ আত্মনির্ভরশীল একজন নারী প্রতিবন্ধী হিসেবে পিতার রেখে যাওয়া সংসারের হাল ধরেছেন তিনি।

বৃদ্ধ মা ও ছোট ভাইবোনদের সমস্ত ব্যয়ভার শেষেও প্রতি মাসে ৩-৫ হাজার টাকা উদ্বৃত্ত থাকছে তার। চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের জালিয়াপাড়ার নূর মোহাম্মদের প্রতিবন্ধী কন্যা জুলেখা বেগম জাল বুনে, প্যাকেজিংয়ের কাজ ও রিক্সা ভাড়া দিয়ে স্বাবলম্বী হয়ে উঠেছে।

অন্যের করুণার উপর নির্ভর করছে না মোটেও। জন্ম থেকে হাত-পায়ের বিকৃত ও চলাচলে অক্ষম হওয়া সত্ত্বেও বর্তমানে ওই জুলেখার রোজগারই হচ্ছে সংসারের চালিকাশক্তি।

জানা গেছে, প্রতিবন্ধীদের কর্মশালায় অংশ নিয়ে জুলেখা বেগম নিজের অধিকার বিষয়ে পুরোপুরি সচেতন হয়ে ওঠে। পরে আত্ম কর্মসংস্থানের জন্য জাল বোনা ও প্যাকেজিংয়ের ওপর প্রশিক্ষণ গ্রহণ করে বর্তমানে সে বাড়িতে বসে চালিয়ে যাচ্ছে জাল বোনার কাজ।

আবার পাশাপাশি সরকারের সমাজসেবা বিভাগ থেকে প্রতিবন্ধী সুদমুক্ত ঋণের টাকা নিয়ে দুটি রিক্সা ক্রয় করে দৈনিক ভিত্তিতে ভাড়া দিয়ে উপার্জন করছে নগদ টাকা। সেই আয় থেকে জুলেখা ঋণের মাসিক কিসত্মি শোধ করে এবং বাকি টাকা থেকে পরিবারের খরচ এবং আসবাবপত্র ক্রয় করে চলেছেন।
২৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে