শনিবার, ০৭ জানুয়ারী, ২০২৩, ০৭:২৫:৫০

দেশের ইতিহাসে স্বর্ণের দামে রেকর্ড!

দেশের ইতিহাসে স্বর্ণের দামে রেকর্ড!

এমটিনিউজ২৪ ডেস্ক : আবারও বেড়েছে সোনার দাম। প্রতি ভরি ভালোমানের স্বর্ণের দাম দেশের বাজারে প্রথমবারের মতো ৯০ হাজার টাকা পার হলো।

শনিবার (৭ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলারি সমিতি-বাজুস সোনার দাম বাড়ার ঘোষণা দেয়। আগামীকাল রোববার থেকে নতুন দর কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, ভালোমানের বা ২২ ক্যারেট সোনার প্রতিভরির দাম পড়বে সাড়ে ৯০ হাজার টাকার বেশি। এর আগে দেশের বাজারে বিভিন্ন সময় স্বর্ণের দাম বাড়লেও তা ৯০ হাজার পার হয়নি।

এর আগে গত ৩০ ডিসেম্বর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়। তার আগে ৪ ডিসেম্বর এবং ১৮ ও ১৩ নভেম্বর সোনার দাম বাড়ায় বাজুস। এভাবে দফায় দফায় দাম বাড়ানোর কারণে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে ওঠে মূল্যবান এ ধাতু।

গত ৩০ ডিসেম্বর সব থেকে ভালোমানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৮৮ হাজার ৪১৩ টাকা করা হয়। দেশের ইতিহাসে এর আগে কখনো এক ভরি সোনার দাম ৮৮ হাজার টাকা হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে