এমটিনিউজ২৪ ডেস্ক : ঠাকুরগাঁওয়ের ছাত্র আন্দোলনে রামদা হাতে ত্রাস সৃষ্টিকারি জ্যোতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ জানুয়ারি) গভীর রাতে সদর থানা পুলিশ শহরের আশ্রমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সদর থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত জ্যোতি (৩২) শাপলা নাট্যগোষ্ঠির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রূপকুমার গুহ ঠাকুররতার বড় ছেলে। জ্যোতি মুক্তিযোদ্ধার সন্তান কোটায় পুলিশ কনস্টেবল পদে কিছুদিন চাকরি করলেও পরে চাকরিচ্যুত হন।
২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র আন্দোলনের সময় জেলা যুবলীগের একদল কর্মীর সঙ্গে মিলে প্রকাশ্যে খালি গায়ে হাতে রামদা নিয়ে আন্দোলনকারী ছাত্র জনতার উপর দফায় দফায় হামলা চালায় জ্যোতি। ওই হামলায় বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হন। ৫ আগস্টের পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, জ্যোতির বিরুদ্ধে আদালতে বেশকয়েকটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে পাঠানো হবে।