সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬, ০৭:১৬:৪৮

আনিসুল হকের আরেকটি উদ্যোগ

 আনিসুল হকের আরেকটি উদ্যোগ

ঢাকা : রাজধানীর বিভিন্ন সড়কে ময়লাস্তূপ দেখলে সেলফি তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।  তিনি বলেছেন, এই সেলফি ইতিহাস হয়ে যাবে।  জনসাধারণের সুবিধার্থে আরেকটি মহতী উদ্যোগের কথাও জানান তিনি।

সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইলেট্রনিক মিডিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ডিএনসিসি আট মাসের উন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ময়লা-আবর্জনামুক্ত নগরী গড়তে রাজধানীতে পাঁচ হাজার ডাস্টবিন বসানোর কর্মসূচি হাতে নেয়া হয়েছে।  এসব ডাস্টবিন বসাতে ছয় মাস সময় লাগবে।  এসব ডাস্টবিন এমনভাবে বসানো হবে যাতে কেউ করাত দিয়ে কেটেও চুরি করতে না পারে।

তিনি বলেন, ঢাকায় ১০০টি পাবলিক টয়লেট স্থাপন করা হবে।  এসব টয়লেট মেইন্টেইনেন্সের বিষয়ে আমরা নজর দিচ্ছি।

মেয়র বলেন, গত কয়েক মাসে রাজধানীতে ছোটবড় প্রায় ২০ হাজার বিলবোর্ড তুলে ফেলা হয়েছে।  এখন হাতেগোনা ২০ থেকে ৫০টি বিলবোর্ড আছে।  সেগুলো নানা কারণে উচ্ছেদ করা যাচ্ছে না।  তবে এসব বিলবোর্ড সরাতে এরই মধ্যে স্ব স্ব প্রতিষ্ঠানকে বলা হয়েছে।  নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হবে।
২৫ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে