নিউজ ডেস্ক : শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তির গুঞ্জন দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে সেই গুঞ্জনের অবসান ঘটলো। সর্বসাকুল্যে ৩ হাজার ৯শ ৮১ জন শিক্ষক ও কর্মচারীকে নতুন এমপিওভুক্তির সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি।
আজ রোববার অনুষ্ঠিত এমপিওভুক্তির সভায় এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসায় শুন্যপদে বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান, প্রভাষক, সহকারি শিক্ষক ও সহকারি গ্রন্থাগারিকদের এমপিওভুক্ত করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো কয়েকশ জনকে বিএড স্কেল, সহকারি অধ্যাপক ও অন্যান্য সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়। বিকেল চারটায় শুরু হয়ে সভা শেষ হয় সন্ধ্যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানান, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন, আইসিটি শিক্ষকসহ অন্যান্য এমপিওপ্রত্যাশী কাউকেই এমপিওভুক্তির কোনও আলোচনাও হয়নি ওই সভায়।
২৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ