মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬, ০৪:২২:২৯

‘মুসলমান হিসেবে আমরা এ অঞ্চল রক্ষা করব’

‘মুসলমান হিসেবে আমরা এ অঞ্চল রক্ষা করব’

নিউজ ডেস্ক : বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে সৌদি আরবের আরো সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে, একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত এবং সমৃদ্ধিশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করা। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে আমাদের ভ্রাতৃপ্রতিম দেশগুলোর কাছ থেকে আমাদের আরো বেশি সহযোগিতা প্রয়োজন।’

গতকাল সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাত সদস্যের সৌদি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সে দেশের জেনারেল ইন্টেলিজেন্স প্রেসিডেন্সির পরিচালক খালিদ বিন আলী আল-হুমায়দান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহ্সানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী সৌদি আরবকে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করে দুই দেশের মধ্যকার বিরাজমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক অত্যন্ত চমৎকার।

শেখ হাসিনা সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিকের অবস্থানের কথা উল্লেখ করে বলেন, তারা দুই দেশের অর্থনৈতিক অগ্রগতিতে মূল্যবান অবদান রাখছেন। প্রধানমন্ত্রী প্রতিনিধিদলের মাধ্যমে দুটি পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক এবং সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে তার শুভেচ্ছা জানান।

সৌদি প্রতিনিধিদলের নেতা খালিদ বিন আলী আল-হুমায়দান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতিতে অভূতপূর্ব সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি সৌদি আরবে কাজ করছেন এবং তারা কঠোর পরিশ্রম করছেন। তিনি সৌদি আরব ও বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বৃদ্ধির ব্যাপারে আশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘মুসলমান হিসেবে আমরা এ অঞ্চল রক্ষা করব।’

বৈঠকে হুমায়দান সৌদি বাদশাহ ও যুবরাজের আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীকে পৌঁছে দেন। এ সময় প্রধানমন্ত্রীর অফিসের সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ও বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল-মুতাইরি উপস্থিত ছিলেন। সূত্র : বাসস।

২৬ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে