মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬, ১১:০১:১১

বিএনপির জরুরি সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপির জরুরি সংবাদ সম্মেলন দুপুরে

ঢাকা : চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের অবস্থান তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে ব্রিফ করবেন। এ ছাড়া দলের সিনিয়র নেতারাও এসময় উপস্থিত থাকবেন।
 
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
 
প্রসঙ্গত, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সোমবার সকালে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। ওই মামলায় ৩ মার্চের মধ্যে তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন আদালত।এ ছাড়া আগামী মার্চে ষষ্ঠ জাতীয় কাউন্সিল করবে বিএনপি। এসব নিয়ে সংবাদ সম্মেলনে আলোচনা হতে পারে।
২৬ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে