মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬, ০৩:০৮:০৫

তিন মন্ত্রী নিয়ে প্রশ্ন জিএম কাদেরের

তিন মন্ত্রী নিয়ে প্রশ্ন জিএম কাদেরের

ঢাকা : নবনিযুক্ত কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের মানুষ জাতীয় পার্টিকে (জাপা) বিরোধী দল নয় বরং সরকারের অংশ মনে করে। এ কারণে পৌরসভা নির্বাচনে তারা ‘লাঙল’ মার্কায় ভোট না দিয়ে ‘নৌকা’ মার্কায় ভোট দিয়েছে।

মঙ্গলবার সকালে বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে জি এম কাদের এসব কথা বলেন।

জি এম কাদের কো-চেয়ারম্যান ও রুহুল আমিন হাওলাদার নতুন মহাসচিব হওয়ায় জাতীয় সাংস্কৃতিক পার্টি এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

জি এম কাদের বর্তমান সরকারের মন্ত্রিপরিষদে তার দলের তিনজনের থাকা নিয়ে প্রশ্ন তোলেন।

জি এম কাদের অভিযোগ করেন, জাতীয় পার্টিকে জনসমর্থনহীন দলে পরিণত করার প্রক্রিয়া শুরু হয়েছিল। যার প্রমাণ সদস্য সমাপ্ত পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে মানুষ লাঙল প্রতীকে ভোট দেয়নি।

তিনি বলেন, তাদের কাজ হবে বিরোধী দল হিসেবে বিশ্বাসযোগ্যতা অর্জন করা। জাতীয় পার্টি সরকারে থাকায় সাধারণ মানুষের কাছে সেই বিশ্বাস অর্জন করতে পারেনি।

জাতীয় সাংস্কৃতিক জোটের সভাপতি বাদল খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধনায় আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল খান, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য চিত্রনায়ক সোহেল রানা, আবদুস সবুর প্রমুখ।
২৬ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে