নিউজ ডেস্ক : দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে উদ্দেশ করে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম বলেছেন, দেখাইলেন মুরগি, দিলেন ডিম! এই দিয়ে কী করমু?
মঙ্গলবার বিকেলে ঢাকা সিটি কর্পোরেশনের রাস্তাঘাটের বেহাল অবস্থা তুলে ধরে এসব কথা বলেন তিনি।
হাজী সেলিম বলেন, বিগত আমলে আওয়ামী লীগ সরকার প্রশাসক দিয়ে ঢাকা সিটি কর্পোরেশন চালিয়েছে। এরপর সিটি কর্পোরেশন নির্বাচন শেষ হলো। নয় মাস অতিবাহিত হচ্ছে, কিন্তু সিটি কর্পোরেশনের রাস্তাঘাটের বেহাল দশা। কবে উন্নত হবে এই রাস্তাঘাট?
তিনি বলেন, মানুষ জানে রাস্তাঘাট সংস্কারে এমপিদের নামে ২০ কোটি টাকা করে বিশেষ বরাদ্দ দেয়া আছে। কিন্তু দিলেন কই? মাননীয় মন্ত্রী দেখাইলেন মুরগি, দিলেন ডিম; এই দিয়ে কী করমু?
জবাবে হাজী সেলিমকে সিটি মেয়রদের সঙ্গে বসার পরামর্শ দিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, সিটি কর্পোরেশন তার নিজস্ব অর্থায়নে চলে। আপনি যদি সিটি কর্পোরেশনের উন্নয়ন চান, রাজস্ব বাড়াতে চান তাহলে সিটি কর্পোরেশনের মেয়রদের সাথে বসুন। ট্যাক্স বাড়াতে চাইলে বাড়ান। এজন্য সহযোগিতার প্রয়োজন হলে সরকার করবে।
যদি মনে করেন সিটি কর্পোরেশনের সব দায়িত্ব সরকারের তাহলে তো সিটি কর্পোরেশনের অস্তিত্বই থাকে না বলে জবাবে জানান তিনি।
২৬ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম