বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০২৩, ০৭:৩৯:৫৯

বিএনপি নেতা সালাউদ্দিনের দেশে ফেরা নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা সালাউদ্দিনের দেশে ফেরা নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ দেশে আসবেন, অসুবিধা কী?। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ভারতে কারো সঙ্গে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বিষয়ে আলোচনা হয়নি। এটা নিয়ে আলোচনার কিছু নেই।

ভারত ও কাতার সফর শেষে ঢাকায় ফিরে আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় এসব কথা বলেন তিনি।

ড. মোমেন জানান, বিদেশে বাংলাদেশের কেউ জেল খাটলে, সাজা ভোগ করে দেশে ফিরে আসেন। সালাউদ্দিন আহমেদও আসবেন। অসুবিধা কী? এটা নিয়ে চিন্তারও কোনো কারণ নেই।

এর আগে ২ মার্চ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে দেশে ফেরানোর নির্দেশ দিয়েছেন ভারতের আদালত। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ১-৩ মার্চ দিল্লিতে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে