শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫, ১০:১৩:১৬

পড়াশুনার খরচ যোগাতেপড়াশুনার খরচ যোগাতে ডিম বিক্রি করা সেই ছাত্রীর পাশে ডিসি

পড়াশুনার খরচ যোগাতেপড়াশুনার খরচ যোগাতে ডিম বিক্রি করা সেই ছাত্রীর পাশে ডিসি

এমটিনিউজ২৪ ডেস্ক : পড়াশুনা আর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার খরচ যোগাতে ছুটিতে বাড়িতে এসে গ্রামের বাজারে ডিম বিক্রি করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস টুম্পার পরিবারের পাশে দাঁড়িয়েছেন নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীন।

বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক ওই ছাত্রীর বাবা আব্দুর রহিমের হাতে বৃহস্পতিবার বিকেলে ব্যাটারিচালিত ভ্যান গাড়ির চাবি হস্তান্তর করেন। নতুন ভ্যান পেয়ে দরিদ্র আব্দুর রহিম আবেগাপ্লুত হয়ে পড়েন।

এর আগে, গত বুধবার ‘ছুটিতে বাড়িতে এসে গ্রামের বাজারে ডিম বিক্রি করছেন চবি ছাত্রী’ শিরোনামে ঢাকা পোস্টসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, একজন বিশ্ববিদ্যালয় ছাত্রী হয়েও বাজারে এভাবে ডিম বিক্রির ঘটনাটি নিঃসন্দেহে সাহসী পদক্ষেপ। আপাতত তার বাবাকে স্বাবলম্বী করতে একটি ভ্যান কিনে দেওয়া হয়েছে। আমরা আশা করি, সে তার লক্ষে পৌঁছাবে এবং নিজের পায়ে দাঁড়াবে। তার লেখাপড়ার বিষয়ে উপজেলা প্রশাসন এর আগেও সহযোগিতা করেছে সামনেও যেভাবে সম্ভব সহযোগিতা করা হবে।

চবি ছাত্রী জান্নাতুল ফেরদৌস টুম্পা ঢাকা পোস্টকে বলেন, কোনো কাজকেই কেউ যাতে ছোট ভাবতে না পারে, তাই ছুটিতে এসে চিন্তা করলাম কিছু একটা করবো। এই ভেবেই ডিম বিক্রি শুরু করেছি। এটা নিয়ে ঢাকা পোস্টসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে বেশ সাড়া ফেলেছে। আমি দরিদ্র পরিবারের সন্তান—এটা তো লুকোনোর কিছু নেই। দরিদ্রতাকে মেনে নিয়েই নতুন স্বপ্নের খোঁজে পথ চলছি। আজ জেলা প্রশাসক স্যার আমার বাবাকে নতুন ভ্যান উপহার দিয়েছেন। এর আগেও উপজেলা প্রশাসন আমাকে লেখাপড়ার বিষয়ে সহযোগিতা করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাত আরা ফেরদৌস, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, বড়াইগ্রাম পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে