ঢাকা : রাষ্ট্রদ্রোহ মামলা আইনিভাবে মোকাবেলা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলে জানিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
বুধবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খন্দকার মাহবুব হোসেন বলেন, রাষ্ট্রদ্রোহ মামলা মোকাবেলা করতে যত ধরনের আইনি পদক্ষেপ রয়েছে তা তিনি গ্রহণ করবেন। খালেদা জিয়াকে আদালতে হাজির হতে যে সমন জারি করা হয়েছে, সে বিষয়ে তিনি অবগত আছেন।
তিনি বলেন, বেগম জিয়াকে সমন দেয়ার উদ্দেশ্য হলো- তাকে মামলা বিষয়ে অবগত করা। সমন গ্রহণ না করায় তা তার বাসভবনে টাঙিয়ে দেয়া হয়েছে, এটা কি বিধানে আছে?
খন্দকার মাহবুব বলেন, খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি আইনগতভাবে মামলা মোকাবেলা করবেন। আমরা মনে করি. এ মামলায় রাষ্ট্রদ্রোহের কোনো উপাদান নেই। বিষয়টি নিয়ে সরকার রাজনীতি করছে।
২৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম